একক পরিবার

আজকের আলোচনার বিষয় একক পরিবার  – যা পরিবারের ধরন এর অর্ন্তভুক্ত,  পাশ্চাত্য দেশের সমাজগুলোতে একক পরিবার অর্থাৎ, স্বামী, স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানের একত্রে বসবাস, “আদর্শ” এবং “বাস্তব” দুটোই। একক পরিবার হচ্ছে সবচাইতে ‘স্বাভাবিক এই ধারণা সে সব দেশগুলোতে শক্তপোক্তভাবে প্রতিষ্ঠিত এবং শুধুমাত্র – সামাজিক ধ্যান-ধারণা নয়, এই ধরনের পরিবার রাষ্ট্রীয় নীতি দ্বারাও সংরক্ষিত।

একক পরিবার

একক পরিবার 

স্বামী- স্ত্রী নিয়ে যে পরিবার তাকে একক পরিবার বলে । এই পরিবারে সন্তান থাকতে পারে আবার নাও থাকতে পারে। বাবা-মা এবং সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে।

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখা গেছে পরিবারগুলোতেও। আগেকার দিনে মানুষ যৌথ পরিবারেই বসবাস করত। বাবা-মা, ভাই-বোন,দাদা-দাদি, চাচা-চাচি ও তাদের সন্তানরা মিলেই ধরা হতো একটি পরিবার। কিন্তু সময়ের দাবি হোক কিংবা নিজেদের প্রয়োজনে হোক সেই যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার ভেঙে এখন হয়ে গেছে একক পরিবার।

নৃবিজ্ঞানের সাধারণ পাঠ্যবইতে বিষয়টিকে এভাবে উপস্থাপন করা হয়ে থাকে যে, একক ও বর্ধিত, এ দুই ধরনের পরিবারের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা, দুই-ই আছে। তুলনা হাজির করা হয় এভাবে: বর্ধিত পরিবারে রয়েছে অর্থনৈতিক সুবিধা (সকলে সংসারের খরচপাতির ভাগীদার), নিরাপত্তা (অসুস্থতা বা মৃত্যুর কারণে পরিবারের মানুষজন একা হয়ে পড়ে না) এবং সমষ্টিবদ্ধতা (সকলে মিলে মিশে থাকে)।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আরও লেখা হয়ে থাকে, সদস্য সংখ্যা বেশি হবার কারণে এবং বিভিন্ন বয়সের নারী-পুরুষ পরিবারের সদস্য হবার কারণে, বর্ধিত পরিবার আরও বেশি নমনীয়। বেশি কাজের চাপ থাকলে পরিবারের সদস্যরা তা ভাগাভাগি করে নেন। উৎপাদিত ফসলাদি সবাই মিলে ভোগ করেন।

 

একক পরিবার 

 

বর্ধিত পরিবারের অসুবিধার তালিকায় সাধারণত উল্লেখিত হয় এসব বিষয়: ব্যক্তিক উদ্যমের অভাব, বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠদের মাঝে টানাপোড়েন, পরিবারে বয়োজ্যেষ্ঠদের আধিপত্য অর্থাৎ নেতৃত্ব প্রদানের ব্যক্তিগত গুণাবলী থাকুক বা না থাকুক বয়োজ্যেষ্ঠ মানুষটিই পরিবারের নেতৃত্ব দিয়ে থাকেন, প্রাইভেসির অভাব।

 

একক পরিবারের সুবিধা-অসুবিধা:

একুশ শতকে এসে আমরা সবাই বড় বড় পরিবার ভেঙে শুধু একক পরিবারে নিজেদের আবদ্ধ করে দিচ্ছি। আসলে এই আধুনিক যুগে এসে আমাদের চিন্তাচেতনার অন্যতম অংশ হলো যৌথ পরিবার থেকে বেরিয়ে কীভাবে একক পরিবারে নিজের অনুপ্রবেশ ঘটানো যায়।
তবে এই একক ফ্যামিলির যেমন সুবিধা আছে, তেমনি আবার কিছু অসুবিধাও কিন্তু আছে। চলুন জেনে নিই একক পরিবারের সুবিধা অসুবিধাগুলো কী কী:

একক পরিবারের সুবিধা:
  • পরিবারের সদস্যদের, বিশেষ করে সন্তানদের উন্নত জীবন গঠনের সিদ্ধান্তে কোনো বাধা নেই।
  • পরিবারের সবার সিদ্ধান্ত নেওয়ার এবং বাস্তবায়ন করার স্বাধীনতা।
  • নিজেদের পার্সোনালিটি এবং প্রাইভেসি বজায়।
  • পরিবারের ছোট সদস্যদের শিক্ষাব্যবস্থায় উন্নতির ছোঁয়া লাগে।
  • অর্থনৈতিক তুলনামূলক বেশি উন্নতি করার সুযোগ থাকে।
  • নিজের পছন্দমতো জীবনযাপন করা সম্ভব হয়।
  • একক পরিবারের মেয়েদের জীবন তুলনামূলকভাবে অনেক উন্নত হয় তা ছাড়া একক
  • পরিবারে যেকোনো বিষয়ে মেয়েদের মতামতের অনেক গুরুত্বও থাকে।

 

একক পরিবারের অসুবিধাসমূহ:
  • একক পরিবারের শিশুরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়।
  • একক পরিবারের বড় সমস্যা হলো একাকিত্ব অনুভব করা। পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় একক পরিবারের সন্তানগুলো সব সময় খুব অনিরাপত্তা ও একাকিত্বে ভোগে।
  • যৌথ পরিবারে একসঙ্গে অনেকগুলো সদস্যদের মাঝে ভালোবাসার যে বন্ধন থাকে, একক পরিবারে তার প্রচণ্ড অভাব থাকে।
  • বিপদে-আপদে সবচেয়ে বেশি ঝামেলায় পরে একক পরিবারের সদস্যরা। প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার মতো পরিবারে কেউ থাকে না। এ জন্য হসপিটাল, বাসা, বাজার, রাস্তাঘাটে একক পরিবারের সদস্যদের অনেক বেশি ঝামেলা পোহাতে হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment