ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি

আজকের আলোচনার বিষয় ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি – যা ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি এর অর্ন্তভুক্ত, আপনারা জানেন যে ম্যালিনোস্কি ক্রিয়াবাদী নৃবিজ্ঞানী ছিলেন। এই পাঠের গোড়াতেও সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। ক্রিয়াবাদী তাত্ত্বিক ধারার সঙ্গে ফলিত নৃবিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে। ম্যালিনোস্কি ধারাবাহিকভাবে গুরুত্ব আরোপ করে গেছেন ক্রিয়াবাদী নৃবিজ্ঞানীদের উপর।

তাঁর মতে, প্রশাসনকে সহযোগিতা করবার জন্য ক্রিয়াবাদী নৃবিজ্ঞানীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। তিনি অপরাপর ধারার নৃবিজ্ঞানীদের সমালোচনা করেছেন। এখানে মনে রাখা আবশ্যক ম্যালিনোস্কি যে সময়কালে কাজ করেছেন তখন নৃবিজ্ঞানে অপর ধারা বলতে মূলত বিবর্তনবাদ বোঝাত।

ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি

 

নৃবিজ্ঞানে ভাষাতত্ব

 

নানারকম ভিন্নতা সত্ত্বেও নৃবিজ্ঞানীদের মধ্যে এই ধারার ব্যাপক প্রভাব ছিল তা বলা যায়। ম্যালিনোস্কি এই ধারাকে নানা – কারণে সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন অতীত কালের মানুষের তুলনায় বর্তমান কালের মানুষের জীবন নৃবিজ্ঞানীদের প্রধান আগ্রহ হওয়া উচিত। তিনি অন্যান্য ধারার অপ্রয়োজনীয়তা বোঝাতে তাকে ‘রোমান্টিক’ বলেন। তাহলে ক্রিয়াবাদের মূল পরিচয় কি? ম্যালিনোস্কির ভাষায়:

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

“…একেবারে সরলতম নীতিমালার দিক থেকে দেখলে, ক্রিয়াবাদী -দৃষ্টিভঙ্গি সহজভাবে বোঝায় যে কোনও একটি প্রপঞ্চ নিয়ে আলোচনা করবার জন্য তাকে সেভাবেই বুঝতে হবে ঠিক যেভাবে সেটা আছে; উদাহরণ হিসেবে, বিয়ের উৎপত্তি খুঁজতে গেলে, বিভিন্ন সংস্কৃতিতে এবং নানা রকমফেরের মধ্যে বিয়ে আসলে কী তা জানতেই হবে; কোনও প্রথা, প্রতিষ্ঠান, কিংবা এমনকি কোনও একটা প্রয়োগ-হাতিয়ার অধ্যয়ন করতে চাইলে, এটা অবশ্যই ভালভাবে বুঝতে হবে যে সংস্কৃতির এই এককটি সমগ্র সংস্কৃতি প্রকল্পের মধ্যে কোন অংশটি পালন করে।…”

উদ্ধৃত অংশটি ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি বৃঝবার জন্য সহায়ক। বর্তমান নৃবিজ্ঞানের মুখ্য ধারা কোনমতেই বিবর্তনবাদ নয়। তাই বিবর্তনবাদকে বিরোধিতা করবার প্রশ্ন আসছে না। কিন্তু ক্রিয়াবাদী ধারার গবেষণা বর্তমান কালের অন্যান্য তাত্ত্বিক ধারার বিপরীতে দাঁড়িয়ে আছে তা নিশ্চিত করে বলা যায়। 

 

ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি

 

ফলিত গবেষণায় ক্রিয়াবাদী ধারার চিন্তাভাবনা ব্যাপক জনপ্রিয়। যে সকল সংস্থা এই ধরনের গবেষণার উদ্যোগ গ্রহণ করে থাকে তাদের বক্তব্য হচ্ছে তারা বাস্তবানুগ গবেষণা করাতে চায়। এর একটা মানে দাঁড়িয়েছে: গবেষিত মানুষজন যা ভাবছেন। ফলিত গবেষণার বর্তমান ধারাতে বিভিন্ন রকম পলিসি বা নীতিমালা গ্রহণের জন্য কোন অঞ্চলের মানুষের ভাবনা জানবার চেষ্টা করা হয়। ফলে আগে পরে অন্যান্য বিষয় বাদ দিয়ে বর্তমানকে সামনে নিয়ে আসা হয়। ক্রিয়াবাদী তাত্ত্বিক ধারা এই ব্যাপারে একটা গোড়াপত্তন করে রেখেছে। ফলিত গবেষণায় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে নৃবিজ্ঞানীদের অংশগ্রহণ বড় মাপের বিতর্ক তৈরি করেছে যা আগামী পাঠে উল্লেখ করা হবে।

Leave a Comment