ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি

আজকে আমাদের আলোচনা ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি নিয়ে। গত কয়েক দশক ধরে নৃবিজ্ঞানে ‘ফলিত নৃবিজ্ঞান (applied anthropology) কথাটি ব্যাপক প্রচলিত। এতে বোঝানো হয়ে থাকে ফলিত গবেষণার জগতে নৃবিজ্ঞানীদের অংশগ্রহণকে। কিন্তু ফলিত গবেষণা (applied research) বলতেই বা আমরা কি বুঝব? এখানে আর কয়েকটা শব্দ আমরা স্মরণ করতে পারি। এই শব্দগুলো ফলিত গবেষণার সমার্থক বা কাছাকাছি অর্থে বোঝানো হয়ে থাকে।

ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি

 

ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি

 

ফলিত -গবেষণায় নৃবিজ্ঞানের -অন্তর্ভুক্তি সেগুলো হচ্ছে এ্যাকশন গবেষণা (action research) এবং পলিসি গবেষণা (policy research)। এই নামগুলো থেকে একটা ধারণা পাওয়া সম্ভব হয় যে ফলিত গবেষণা বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে। সাধারণভাবে যে সকল গবেষণার উদ্দেশ্য থাকে কোনও সুপারিশমালা গ্রহণ কিংবা কোনও সমস্যার সমাধানের প্রস্তাব করা সেগুলিকে ফলিত গবেষণা বলা হয়ে থাকে। 

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আর ফলিত -গবেষণায় নৃবিজ্ঞানীদের অংশগ্রহণকে সংক্ষেপে ফলিত নৃবিজ্ঞান বলা হয়ে থাকে । বাংলাদেশে ফলিত নৃবিজ্ঞান কথাটি গত কয়েক বছর ধরে প্রচলিত থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে এই শব্দটি ২/৩ দশক ধরে ব্যাপক চালু আছে। কিন্তু শব্দটি জনপ্রিয় হবার আগে থেকেই এই ধারার গবেষণায় নৃবিজ্ঞানের অংশগ্রহণ রয়েছে।

 

ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি

 

বিশেষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন শাস্ত্রের কিছু পণ্ডিত ও গবেষক নিজেদের নিয়োজিত রেখেছেন এমন ধরনের গবেষণায় যেখান থেকে কোনও না কোনও সুপারিশ গৃহীত হয়ে থাকে। এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার। সুপারিশ কিংবা প্রস্তাব গ্রহণ করা প্রশাসনিক কাঠামোর অঙ্গে বিজড়িত। তার মানে ফলিত নৃবিজ্ঞান বা ফলিত গবেষণার সঙ্গে প্রশাসনিক কাঠামোর একটা নিবিড় যোগাযোগ আছে।

 

ফলিত -গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি অধ্যায়ের সারাংশ

 

ফলিত -গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি অধ্যায়ের সারাংশ:

আজকের আলোচনার বিষয় ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি অধ্যায়ের সারাংশ – যা ফলিত -গবেষণায় নৃবিজ্ঞানের- অন্তর্ভুক্তি এর অর্ন্তভুক্ত |

 

ফলিত গবেষণায় নৃবিজ্ঞানের অন্তর্ভুক্তি অধ্যায়ের সারাংশ

ফলিত নৃবিজ্ঞান বলতে বোঝায় ফলিত- গবেষণায় নৃবৈজ্ঞানিক অংশগ্রহণ। ফলিত -গবেষণা বলতে বোঝায় যে সকল গবেষণা থেকে কোনও নীতিমালা বা সুপারিশ গ্রহণ করা হয়। সে হিসেবে এর অন্য নাম পলিসি রিসার্চ। ফলিত নৃবিজ্ঞান কথাটি ব্যাপকভাবে প্রচলিত সাম্প্রতিককালে।

 

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কিন্তু প্রশাসনিক নীতিমালা গ্রহণে নৃবিজ্ঞানীদের অংশ নেয়ার নমুনা নৃবিজ্ঞানের প্রায় সূচনালগ্ন থেকেই আছে। এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রিটিশ নৃবিজ্ঞানী ম্যালিনোস্কির বক্তব্য। তাছাড়া তাঁর প্রদর্শিত ক্রিয়াবাদী ধারা ফলিত নৃবিজ্ঞানের চিন্তাপদ্ধতি হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বর্তমান বিশ্বের নৃবিজ্ঞানে ফলিত ধারার গবেষণা মুখ্যত ক্রিয়াবাদী ধারাতেই পরিচালিত হয়ে থাকে ।

 

আরও দেখুনঃ

Leave a Comment