মিশরীয় বিজ্ঞান

আজকে আমাদের আলোচনার বিষয় মিশরীয় বিজ্ঞান

মিশরীয় বিজ্ঞান

 

মিশরীয় বিজ্ঞান

 

মিশরীয় বিজ্ঞান

প্রাচীন মিশরে বিজ্ঞান ও কারিগরিবিদ্যার বিশেষ প্রসার লাভ ঘটেছিল। অবশ্য ব্রোঞ্জযুগের নগরসভ্যতার পরিবেশে এ সকল আবিষ্কার ঘটেছিল বলাই বেশি যুক্তিযুক্ত। কারণ, ব্রোঞ্জ যুগের সমাজে নানাবিধ সমস্যার সমাধানের প্রচেষ্টা থেকেই এ সকল আবিষ্কারের সূচনা হয়েছিল। প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার বিভিন্ন আবিষ্কারের সামাজিক পটভূমি আলোচনা করলে এ কথার সত্যতা পরিষ্কার বোঝা যাবে। মেসোপটেমিয়ার সভ্যতা বলতে সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় ইত্যাদি সভ্যতাকে বোঝান হচ্ছে।

বিজ্ঞানের ক্ষেত্রে মিশরীয়রা জ্যোতির্বিদ্যা ও গণিতচর্চায় যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছে। বাস্তব প্রয়োজন থেকেই বিজ্ঞানের এই দু’ শাখার চর্চা হয়েছিল। আকাশে সূর্য এবং নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের সাথে ঋতু পরিবর্তনের যে সম্পর্ক আছে, এ কথা নতুন পাথরের যুগের কৃষকরাই আবিষ্কার করেছিল। এ জ্ঞান ছাড়া কৃষি সভ্যতাই অচল। কারণ, কখন বৃষ্টি হবে, কখন শস্য বুনতে হবে৷ এ সব কথা আগে থেকে স্থির করতে না পারলে কৃষিকাজ পরিচালনা করা সম্ভব নয়।

বোর্নিওর কৃষিজীবী উপজাতীয় মানুষরা মাঠে একটা লম্বা কাঠের দণ্ড পুঁতে প্রত্যহ তার ছায়া পর্যবেক্ষণ করে। অভিজ্ঞতা থেকে তারা জানে যে, ছায়া যখন দীর্ঘতম হয়ে তারপর কমতে শুরু করে তখন চাষের জমি প্রস্তুত করার সময় হয়। আবার, নগরসভ্যতার বিস্তারের পর মিশরে নীলনদের বন্যার তারিখ এবং ঋতু পরিবর্তনের কাল নিখুঁতভাবে নিরূপণের জন্যে নক্ষত্র পর্যবেক্ষণের প্রয়োজন দেখা দেয়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এ ছাড়া পিরামিড ও মন্দির নির্মাণের পরিকল্পনা ও হিসাব, সেচ প্রকল্পের পরিকল্পনা, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ পরিচালনা প্রভৃতির জন্য গণিত চর্চারও বিশেষ প্রয়োজন ছিল। জমির পরিমাণ ও সেচের পানির অনুপাতে কর সংগ্রহ, রাজ ভাণ্ডারে মজুদ সম্পদের পরিমাণ নিরূপণ, ঋণের হিসাব প্রভৃতি বাস্তব প্রয়োজনের চাপে গণিতশাস্ত্র ও হিসাবশাস্ত্রের উদ্ভব ও উন্নতি ঘটে।

শ্রেণীবিভক্ত নাগরিক সমাজে সম্রাট ও পুরোহিতবর্গের সম্পদের হিসাব লিপিবদ্ধ করার প্রয়োজন থেকে লেখার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল। এ সম্পর্কে পরে বিস্তৃত আলোচনা করা হয়েছে। অপরদিকে, সম্পদের ভাগাভাগি, ব্যবসায়ে লাভের ভাগাভাগি প্রভৃতির হিসাবের প্রয়োজনে মিশরে ও ব্যবিলনে ভগ্নাংশের আবিষ্কার একটা উল্লেখযোগ্য ঘটনা। নগর সভ্যতার আগে পর্যন্ত ভগ্নাংশের ধারণা মানুষের কাছে অজানা ছিল।

 

মিশরীয় বিজ্ঞান

 

প্রাচীন মিশরে বিভিন্ন কারখানার কাজের দৃশ্য : প্রাচীন মন্দিরের দেয়াল চিত্র থেকে নেয়া। ছবিতে দড়ি, কাঠের বাক্স ইত্যাদি তৈরি; ইট ও গৃহনির্মাণ; ব্রোঞ্জ ঢালাই; মাটির পাত্রে রং করা, মূল্যবান ধাতু মাপা ইত্যাদি কাজের দৃশ্য দেখা যাচ্ছে।

আরও দেখুন :

Leave a Comment