যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা যাবতীয় বিষয়াবলী তুলে ধরা হয়েছে। “নৃবিজ্ঞান [ Anthropology ]” হল মানুষ এবং তাদের সংস্কৃতির অধ্যয়ন। এটি একাডেমিক এবং ফলিত অনুশীলনের মাধ্যমে সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। “নৃবিজ্ঞান [ Anthropology ]” বিষয়টি আক্ষরিক অর্থে মানুষ বিষয়ক বিজ্ঞান। নৃবিজ্ঞানের [ Anthropology ] লক্ষ্য হলো অতীত ও বর্তমানের মানব সমাজ ও মানব আচরণকে অধ্যয়ণ করা । বিশ্বের সকল অঞ্চলের, সংস্কৃতির মানুষকে নিয়ে এই বিজ্ঞানে গবেষণা করা হয়।
যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা
মানবসমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। কারণ একটি শিশু পরিবারেই জন্মগ্রহণ করে, পরিবারেই লালিত-পালিত হয় ও পরিবারেই তার বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। মানবসমাজের ইতিহাসে পরিবার একটি প্রাচীনতম প্রতিষ্ঠান।

যৌথ পরিবারঃ
যে পরিবারে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, নাতী-নাতনীর পাশাপাশি এক বা একাধিক ভাইবোেন তাদের সন্তান-সন্ততিসহ বা নিকটতম অন্যান্য আত্মীয়-স্বজন বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার সাধারণত বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখা যায়। শহরাঞ্চলে যৌথ পরিবারের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম।
যৌথ পরিবারের সুবিধাঃ
যৌথ পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় তারা বেশ কিছু সুবিধা ভােগ করেন, যা একক পরিবারের সদস্যরা পান না। যৌথ পরিবারের সুবিধাগুলাে হলাে:
(১) পরিবারে উপার্জনক্ষম লােকের সংখ্যা বেশি হওয়ার পারিবারিক আয় বেশি হয়।
(২) যৌথ পরিবারে সদস্যসংখ্যা বেশি হওয়ায় কারণে তুলনামূলকভাবে বেশি সামাজিক নিরাপত্তা ভােগ করেন।
(৩) পারিবারিক দায়-দায়িত্ব অধিকসংখ্যক সদস্যের মধ্যে বণ্টিত হয় বলে তারা অবসর সময় বেশি পায়।
(৪) যৌথ পরিবারে অর্থনৈতিক অগ্রগতি বেশি হয়।
(৫) যৌথ পরিবারে শিশুরা আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযােগ পায় বলে মানসিক বিকাশ বেশি ঘটে।
(৬) পারিবারিক ব্যবস্থাপনা সমস্যা কম থাকে।
(৭) সামাজিক সুযােগ-সুবিধা বেশি।
যৌথ পরিবারের অসুবিধাঃ
যৌথ পরিবারে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা আছে। অসবিধাগুলাে হলাে:
(১) একক কর্তা পরিবার নিয়ন্ত্রণ করায় অন্যান্যরা দায়িত্বহীন হয়ে পড়েন।
(২) যৌথ পরিবারে অনেক সময় ক্ষমতার দ্বন্দ্ব দেখা যায়।
(৩) বিভিন্ন বিষয় নিয়ে সদস্যদের মধ্যে মতানৈক্য ও ঝগড়া-বিবাদ দেখা দেয়।
(৪) একজনের ভুল বা অপরাধের কারণে অনেককে ভােগান্তি পােহাতে হয়।
(৫) সম্পত্তির মালিকানা ও ব্যবহার নিয়ে বিরােধ দেখা দেয়া।
(৬) একই পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযােগিতা দেখা যায়।
(৭) পারিবারিক ঐক্য বজায় রাখা অনেক সময় কঠিনতর হয়।

যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা
দিক | সুবিধা (Advantages) | অসুবিধা (Disadvantages) |
---|---|---|
পারিবারিক সহায়তা | বয়স্ক সদস্যদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাওয়া যায় | বয়স্কদের মতামত আধিপত্য করতে পারে |
শিশুর বেড়ে ওঠা | শিশুর দেখভাল, মূল্যবোধ ও শৃঙ্খলা শেখানো সহজ | শিশুর ব্যক্তিগত মতামত গুরুত্ব না পেতে পারে |
দায়িত্ব ভাগাভাগি | গৃহস্থালির কাজ, ব্যয়ের বোঝা, শিশু পালন–সব কিছু ভাগাভাগি করা যায় | দায়িত্ব এড়ানো বা অন্যের ওপর নির্ভরতা তৈরি হতে পারে |
সামাজিক সংযোগ | একতা, সহানুভূতি ও সহনশীলতা গড়ে ওঠে | মনোমালিন্য বা মতবিরোধ থেকে সম্পর্ক খারাপ হতে পারে |
অর্থনৈতিক স্থিতি | সমষ্টিগত আয়ের কারণে আর্থিক সংকট মোকাবিলা সহজ | উপার্জনকারী ও নির্ভরশীলদের মধ্যে চাপ বা বিরোধ তৈরি হতে পারে |
️ নিরাপত্তা ও সুরক্ষা | বিপদে পারিবারিক সহায়তা পাওয়া যায় | গোপনীয়তা বা ব্যক্তিগত স্বাধীনতা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে |
মূল্যবোধ ও সংস্কৃতি | প্রজন্মান্তরে ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি হস্তান্তর সহজ | রক্ষণশীল মানসিকতা নতুন প্রজন্মের স্বাধীন চিন্তাকে দমন করতে পারে |
আবাসনের ব্যবস্থা | একই বাড়িতে বাস করার ফলে জমি ও বাড়ি ব্যবহারে সাশ্রয় | স্থানসংকুলান, গোপনীয়তার অভাব, প্রাইভেসির সংকট দেখা দিতে পারে |
পরিশেষে আমরা বলতে পারি যে, যৌথ পরিবার হলাে পরিবারের একটি প্রাচীনতম ধরন। বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে এ পরিবার এখানও কৃষিপ্রধান এলকাগুলােতে টিকে আছে। তবে সামাজিক গতিশীলতার কারণে দিন দিন যৌথ পরিবারের সংখ্যা কমে যাচ্ছে। মাঝে মাঝে বাংলাদেশের শহরাঞ্চলেও যৌথ পরিবার প্রথা লক্ষ্য করা যায়, যদিও সংখ্যায় তা খুবই কম।
যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত ক্লাস ঃ
আরও দেখুনঃ