সাম্রাজ্যিক রোমের ইতিহাস

আজকে আমাদের আলোচনার বিষয় সাম্রাজ্যিক রোমের ইতিহাস

সাম্রাজ্যিক রোমের ইতিহাস

 

সাম্রাজ্যিক রোমের ইতিহাস

 

সাম্রাজ্যিক রোমের ইতিহাস

মার্ক এন্টনীকে পরাজিত করার পর অক্টেভিয়ান রোমের অপ্রতিদ্বন্দ্বী নায়ক রূপে আবির্ভূত হলেন। অত্যন্ত সুচতুর অক্টেভিয়ান উপলব্ধি করতে পেরেছিলেন যে সীজারের রাজনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা তাঁর পক্ষে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ তাতে তিনি জনসমর্থন হারাবেন। কাজেই কৌশলে তিনি এ ব্যাপারে অগ্রসর হলেন। তিনি প্রথমে ঘোষণা করলেন যে, রোম প্রজাতন্ত্রকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন।

সিনেট তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করল এবং তাঁকে ‘অগাস্টাস’ উপাধিতে ভূষিত করল। এখন থেকে অক্টেভিয়ান ‘অগাস্টাস সীজার’ নামে পরিচিত হলেন। পরবর্তী কালে প্রতিটি রোমান সম্রাট ‘অগাস্টাস সীজার’ উপাধি ধারণ করতেন। এমনকি রোম সাম্রাজ্যের পতনের প্রায় তিনশত বছর পরে বর্বর ফ্রাঙ্ক রাজা শার্লামেনও এই উপাধি ধারণ করে নিজেকে রোমান সম্রাট ঘোষণা করেন।

অগাস্টাস নিজেকে সিনেটরদের মধ্যে ‘প্রথম’ (Princep) বলে ঘোষণা করলেন। অগাস্টাস-এর শাসনকালকে বলা হয় প্রিন্সিপেট (Principate) বাস্তবিকপক্ষে অগাস্টাস রোম প্রজাতন্ত্র সৃষ্টির অন্তরালে রাজতন্ত্রকেই সৃষ্টি করেছিলেন। সিনেটকে মুখে সম্মান দেখালেও আসলে তিনি সিনেট ও গণপরিষদ উভয়কেই তাঁর আজ্ঞাবহ যন্ত্রে পরিণত করেন। তিনি সিনেট কর্তৃক তের বার কন্সাল পদে নিযুক্ত হন।

সিনেট তাঁকে রোমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক পদে নিযুক্ত করে। অন্যদিকে ম্যাজিস্ট্রেট ও সিনেটের উপর কর্তৃত্ব করার সর্বময় ক্ষমতা এবং যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ভেটো (নাকচ করা) প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা তাঁকে দেয়া হয়। রোমের ধর্ম-মন্দিরের প্রধান পুরোহিতরূপেও তিনি অধিষ্ঠিত হন। অগাস্টাসের পূর্বে রোমের আর কোনও শাসক এতখানি ক্ষমতা ভোগ করেননি।

রোমের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অগাস্টাস ‘সম্রাট’ উপাধি গ্রহণ না করলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন রোমের প্রথম সম্রাট ও রোম সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা। রোম প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য জুলিয়াস সীজারের শত্রুরা তাঁকে হত্যা করলেও গণতন্ত্রকে বাঁচানো গেল না। অগাস্টাস সীজার রোমের গণতন্ত্রের শেষ চিহ্নটুকুও মুছে ফেলে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন। রোমের জনসাধারণের জন্য অগাষ্টাস কিছু কিছু অর্থনৈতিক সংস্কার সাধন করেন।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

তাঁর সময়ে করের বোঝা কমানো হয় এবং প্রাদেশিক গভর্নরদের নিয়মিত বেতন দেয়ার ব্যবস্থা করা হয়, যাতে তাঁরা প্রজাদের নিকট থেকে জোরপূর্বক অর্থ আদায় না করেন। সরকারি প্রশাসনযন্ত্রকে যতদূর সম্ভব দুর্নীতিমুক্ত করা হয়। দরিদ্র জনগণকে বিনামূল্যে অনেক সময় খাদ্যদ্রব্য বিতরণ করা হত এবং সাধারণ নাগরিকদের মনোরঞ্জনের জন্য খেলাধুলা ও অন্যান্য আমোদ-প্রমোদের ব্যবস্থা করা হয়।

কিন্তু সবচেয়ে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয় ক্রীতদাস-মালিকদের জন্য। অগাস্টাস আইন জারি করেন যে, কোনো দাস-মালিককে হত্যা করা হলে তার সব কয়টি ক্রীতদাসকে হত্যা করা হবে। তিনি আরও নির্দেশ জারি করেন যে মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস কখনই সমাজের উঁচু শ্রেণীতে প্রবেশাধিকার পাবে না। অগাস্টাস রোমের সামরিক বাহিনীর সংখ্যা হ্রাস করেন, কারণ রাজ্যজয় অপেক্ষা কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে রোমান সাম্রাজ্যের বিস্তৃতিসাধন তাঁর অধিক কাম্য ছিল।

তিনি প্রিটোরিয়ান গার্ড নামে সম্রাটের দেহরক্ষী বাহিনীর একটি নতুন দল তৈরি করেন এবং এদের সর্বপ্রকার সুযোগ-সুবিধা দেয়া হয়।অগাস্টাসের শাসনকালের একটি উল্লেখযোগ্য ঘটনা খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্মগ্রহণ (১ খ্রিস্টাব্দ)।

 

সাম্রাজ্যিক রোমের ইতিহাস

 

যীশুখ্রিস্ট ও তাঁর অনুসারীগণ কর্তৃক রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্ম ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এর পর থেকেই রোমের সম্রাটের শক্তি ও ক্ষমতার বিরুদ্ধে খ্রিস্টধর্ম একটি চ্যালেঞ্জরূপে আবির্ভূত হয়। ইতিমধ্যে রোমে বিভিন্ন প্রাচ্য ধর্মবিশ্বাস, যথা, মিথ্ৰাসবাদ, সিবিল দেবীর পূজা প্রভৃতি ধর্মমতকেও খ্রিস্টধর্ম স্থানচ্যুত করে। মধ্যযুগের ইতিহাস আলোচনাকালে আমরা খ্রিস্টধর্মের উৎপত্তি ও বিস্তারের ইতিহাস বিবৃত করব। অগাস্টাস সীজার ৪৫ বছর পর্যন্ত রোমের একচ্ছত্র সম্রাটরূপে রাজত্ব করে ১৪ খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হন।

আরও দেখুন :

Leave a Comment