সুমের ও আক্কাদ

আজকে আমাদের আলোচনার বিষয় সুমের ও আক্কাদ

সুমের ও আক্কাদ

 

সুমের ও আক্কাদ

 

সুমের ও আক্কাদ

৫০০০ খ্রিস্টপূর্বাব্দের সমকালে সুমেরীয় নামে পরিচিত একজাতের মানুষ মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপসাগরের উপকূল ধরে বাস স্থাপন করে। এদের উৎপত্তিস্থল এখন পর্যন্ত অজানা, তবে অনুমান করা হয়, মধ্য এশিয়ার মালভূমি থেকে এরা এসেছিল। সুমেরীয়দের আগমনের পূর্বে দক্ষিণ মেসোপটেমিয়ায় যারা বাস করত তারা তখন নতুন পাথরের যুগ থেকে উচ্চতর পর্যায়ে উত্তরণের অবস্থায় এসে

মাত্র পৌঁছেছিল। সুমেরীয়রা স্থানীয় অধিবাসীদের সহজেই পরাস্ত করে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। সুমেরীয়রাই প্রথম এ অঞ্চলে খাল খনন, জলাশয় প্রতিষ্ঠা, বাঁধ নির্মাণ ইত্যাদির মাধ্যমে সেচব্যবস্থা গড়ে তোলে এবং তার ভিত্তিতে নগরসভ্যতা নির্মাণ করে। ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই দক্ষিণ মেসোপটেমিয়ায় প্রায় কুড়িটি নগররাষ্ট্র গড়ে উঠেছিল। নগররাষ্ট্রের শাসকদের বলা হত ‘পাতেজি’, এঁরা ছিলেন একাধারে পুরোহিত, সেনানায়ক ও সেচব্যবস্থার তত্ত্বাবধায়ক।

পানির অধিকার নিয়ে এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ সকল নগররাষ্ট্রের মধ্যে অনবরত মারামারি লেগেই থাকত। একই সময়ে উত্তর ব্যবিলনিয়া বা আক্কাদে সেমিটিক ভাষাগোত্রের একটি দল বাস করত, এরা সম্ভবত আরবের মরুভূমি থেকে এসেছিল। এ আক্কাদীয়রা কৃষিকাজ আয়ত্ত করে এবং নগররাষ্ট্র প্রতিষ্ঠা করে। আক্কাদীয়রা অনেককাল ধরেই সুমেরীয় নগরসমূহ অধিকার করার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তাদের উন্নত অস্ত্রের সাথে শক্তিতে পেরে ওঠে না।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অবশেষে আক্কাদের শাসক ১ম সারগন সুমেরের নগররাষ্ট্রসমূহ অধিকার করে নেন। সারগন ছিলেন এক প্রতিভাবান শাসক ও সামরিক নেতা। তিনিই ইতিহাসে সর্বপ্রথম গ্রাম কমিউনের গরিব কৃষকদের থেকে সৈন্য সংগ্রহ করে নিয়মিত সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। সারগন পরাজিত সুমেরীয়দের সভ্যতা গ্রহণ করেছিলেন এবং তাঁর প্রতিষ্ঠিত সাম্রাজ্য, মাঝে মাঝে গৃহযুদ্ধ ও বিদ্রোহ ঘটা সত্ত্বেও, দু’শ’ বছরের বেশি টিকে ছিল।

সারগন মেসোপটেমিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ‘এলাম’ রাজ্য জয় করেন এবং সিরিয়া ও এশিয়া মাইনর-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের অংশবিশেষ অধিকার করেন। সারগন প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজারা নিজেদের ‘সুমের ও আক্কাদের রাজা’ বলে পরিচয় দিতেন। সারগন প্রতিষ্ঠিত সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। সারগনের মৃত্যুর পরেই সুমেরীয়গণ বারবার বিদ্রোহ করতে থাকে। সারগন প্রতিষ্ঠিত রাষ্ট্র এতে দুর্বল হয়ে পড়ে এবং গূর্তি নামক এক বর্বর জাতি এ রাষ্ট্রশক্তিকে উৎখাত করে।

 

সুমের ও আক্কাদ

 

অবশেষে ২১০০ খ্রিস্টপূর্বাব্দে উর নগরীর নেতৃত্বে সুমেরীয়গণ মূর্তিদের বিরুদ্ধে সাফল্যের সাথে বিদ্রোহ করে এবং সমগ্র সুমের এবং আক্কাদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করে। নতুন সাম্রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য সম্রাট ছিলেন ‘ডুঙি’। এ সম্রাটের আমলেই সর্বপ্রথম সুমেরীয়গণ একজন সুমেরীয় শাসকের অধীনে ঐক্যবদ্ধ হয়েছিল।

আরও দেখুন :

Leave a Comment