মেয়ার ফোর্টস : মা-ও-শিশু যুগল

আজকের আলোচনার বিষয় মেয়ার ফোর্টস : মা-ও-শিশু যুগল – যা লিঙ্গীয় ও শ্ৰেণী সম্পৰ্ক এর অর্ন্তভুক্ত, বৃটিশ নৃবিজ্ঞানী মেয়ার ফোর্টস মর্গানকে অনুসরণ করে বলেন, জ্ঞাতিত্বের দুটো দিক আছে: (ক) গৃহী (domestic) এবং (খ) আইনী-রাজনৈতিক (juro-political)।

ফোর্টস বলেন, জ্ঞাতিত্বের ন্যূনতম একক হচ্ছে মা ও শিশু যুগল (mother-child dyad)। এটা সকল সমাজে সমানভাবে সত্য। মা-শিশুর যুগল বন্ধন হচ্ছে জৈবিক। পক্ষান্তরে, পিতৃত্ব এবং অন্যান্য জ্ঞাতি সম্পর্ক আরো বেশি সামাজিক। যা জৈবিক (অর্থাৎ, মা-শিশু যুগল) তা সকল সমাজের জন্য একইভাবে সত্য, কিন্তু যা সামাজিক (অর্থাৎ, পিতৃত্ব এবং আর সকল জ্ঞাতি সম্পর্ক) তা ভিন্ন-ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন-ভিন্ন ভাবে বিন্যস্ত।

মেয়ার ফোর্টস : মা-ও-শিশু যুগল

মেয়ার ফোর্টস : মা-ও-শিশু যুগল

 

গৃহী পরিসরে আছে মা-ও-শিশু’র যুগল। তিনি এই যুগলের নাম দেন “মাতৃকেন্দ্রিক কোষ” (matricentral cell)। ফোর্টসের কাজ হতে স্পষ্ট হয় যে, তিনি এই পর্যায়ে পৌঁছে এই ভাবনা দ্বারা | তাড়িত হন: কোন ধরনের সমাজে মা ও শিশুসন্তানের যুগলে পিতা অন্তর্ভুক্ত হন? ফোর্টস বলেন, শুধুমাত্র সেই সমাজে যেখানে দুই ধরনের সম্পর্ক বিদ্যমান। এক হচ্ছে, দম্পতি হিসেবে স্বামী ও স্ত্রীর সম্পর্ক।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এবং দ্বিতীয়ত, শিশুসন্তানের মর্যাদা নির্ধারণে তার পিতার জ্ঞাতি দলের সাথে তার সম্পর্ক। যে ধরনের সমাজে এ দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ, সে সমাজে মা ও শিশু যুগলে স্বামী-পিতা অন্তর্ভুক্ত হন। এই অন্তর্ভুক্তি গৃহী পরিসরে সৃষ্টি করে অণু পরিবার। এই অণু পরিবার হচ্ছে সন্তান জন্মানোর কেন্দ্র। এই অণু পরিবারে থাকে শুধুমাত্র দুই প্রজন্ম – পিতা-মাতা ও সন্তান।

 

মেয়ার ফোর্টস : মা-ও-শিশু যুগল

 

আদর-যত্নের জন্য সন্তান তার পিতা-মাতার উপর – নির্ভরশীল। অপরপক্ষে, প্রজনন আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে তোলার জন্য পিতা-মাতা তাদের সন্তানের উপর নির্ভরশীল। এই হ’ল গৃহী পরিসরে অণু পরিবার। আর, ফোর্টসের মতে, গৃহী দল হচ্ছে সেই দল যেটি কিনা সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে থাকে, তাদের বস্তুগত এবং সাংস্কৃতিক চাহিদা পূরণের কার্য সম্পাদন করে থাকে।

 

আরও দেখুনঃ

Leave a Comment