Site icon Anthropology Gurukul [ নৃবিজ্ঞান গুরুকুল ] GOLN

বাজার বিনিময়

বাজার বিনিময়

বাজার বিনিময়

আজকের আলোচনার বিষয় বাজার বিনিময় – যা  বিনিময় এবং বণ্টন এর অর্ন্তভুক্ত,  এই ব্যবস্থায় যাবতীয় দ্রব্যাদি এবং পরিষেবা টাকার বিনিময়ে কেনাবেচা হয়। এক্ষেত্রে দাম মোটামুটি আগে থেকেই নির্ধারিত থাকে। আগে থেকে নির্ধারিত থাকার যুক্তি হিসেবে অর্থনীতিবিদগণ চাহিদা ও | যোগানের সূত্র উল্লেখ করে থাকেন। পুঁজিবাদী সমাজে এই ব্যবস্থা নিরঙ্কুশ। নৃবিজ্ঞানের শুরুর লগ্নে, | অর্থাৎ উনবিংশ শতকের শেষভাগ থেকে বিংশ শতকের প্রথমভাগ পর্যন্ত, কেবল ইউরোপের এবং উত্তর আমেরিকা মহাদেশের সমাজে বাজার ব্যবস্থার বিনিময় চালু ছিল। নৃবিজ্ঞানীরা এই ব্যবস্থাকে স্বাভাবিক হিসেবে দেখে থাকেন।

তাঁদের ভাবনা এবং অভিজ্ঞতায় এই ব্যবস্থার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর অন্যান্য সমাজে প্রচলিত বিনিময় ব্যবস্থাকে তাঁরা প্রাচীন এবং রূপান্তরশীল মনে করেছেন। কেউ কেউ বাজার ব্যবস্থাকেই একমাত্র “খাঁটি অর্থনৈতিক” বিনিময় প্রথা বলেছেন।

বাজার বিনিময়

 

বাজার ব্যবস্থায় টাকা বা মুদ্রার গুরুত্বের কথা আগেই আপনারা জেনেছেন। নৃবিজ্ঞানীরা বাজার ব্যবস্থায় ব্যবহৃত মুদ্রাকে সর্ব-কার্যের মুদ্রা (all purpose money) হিসেবে আখ্যায়িত করেছেন। এর কারণ হ’ল বাজার বিনিময় ব্যবস্থায় সকল কিছুর (সকল দ্রব্য এবং মানুষের সকল প্রকার দক্ষতা, যোগ্যতা) মুদ্রামানে দাম ঠিক করা আছে। মুদ্রা দিয়ে সকল কিছু খরিদ করা যায়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মানুষের শ্রমও। কেবল তাই নয়, সমাজে যে গোষ্ঠীর হাতে মুদ্রা থাকে তারাই শ্রমের দাম নির্ধারণ করতে পারে। অন্যান্য সমাজে বিনিময়ের জন্য কখনো কখনো কোন একটা বস্তুকে মুদ্রার মত করে ব্যবহার করা হয়। কিন্তু তা নির্দিষ্ট ক্ষেত্রেই কেবল চলে। বাজারভিত্তিক সমাজের নিয়ন্ত্রণ করবার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান থাকে।

 

 

কোন একটি অঞ্চলের সর্বত্র মুদ্রার মান এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করার কাজ এই প্রতিষ্ঠান করে থাকে। সাধারণভাবে ব্যাঙ্ক এই কাজ করে থাকে। কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া এই কাজ সহজ নয়। সে কারণেই বলা হয়ে থাকে যে, আধুনিক রাষ্ট্রের ক্ষমতা ছাড়া বাজার ব্যবস্থা নিশ্চিতভাবে কায়েম করা সম্ভব নয়। এখানে আরো কিছু বিষয় খোলাসা করা দরকার। বর্তমান দুনিয়ার বাজার ব্যবস্থায় কোন একটি দেশ বিচ্ছিন্ন নয়, থাকতে পারে না। গরিব ও ধনী বিশ্ব পরস্পর নানাভাবে সম্পর্কযুক্ত। এবং, এই সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রেই গরিব বিশ্ব আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে কিছু আলোকপাত করা হবে পরবর্তী পাঠের আলোচনায়।

আরও দেখুনঃ

Exit mobile version