আজকে আমাদের আলোচনার বিষয় আমেরিকার পুরোপলীয় সংস্কৃতি। পুরােপলীয় যুগ বা Paloeolithic age (Palaious> পুরাে > পুরাতন; Lithas > উপল> পাথর) কে সরল শব্দে বলা যায় প্রাচীন পাথরের যুগ। এটি ছিল প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়। এ সময় অন্যান্য সহজ দ্রব্যাদির পাশাপাশি মানুষ ব্যাপক হারে সমার্জিত, স্কুল এবং অমসৃণ পাথুরে অস্ত্র ব্যবহার করতাে বলে যুগটির এরূপ নামকরণ করা হয়েছে। পুরােপলীয় যুগ ছিল প্রস্তর যুগের দীর্ঘস্থায়ী কাল। প্রাথমিকভাবে দশ লাখ থেকে পনের লাখ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল পুরােপলীয় যুগ হিসেবে নির্ধারিত, কারণ আফ্রিকায় প্রায় দশ লাখ বছর পূর্বে ব্যবহৃত পাথুরে অস্ত্র পাওয়া যায়।
আমেরিকার পুরোপলীয় সংস্কৃতি
মানবসভ্যতার ইতিহাস সম্ভবত প্রস্তরযুগেই শুরু হয় এবং তা পুরােপলীয় প্রস্তর যুগে। প্রয়ােজনের তাগিদে মানুষ তার বুদ্ধিবৃত্তি প্রয়ােগের মাধ্যমে টিকে থাকার জন্য লড়াই করেছে। প্রস্তর যুগেই মানুষ শিকার, মাছ ধরা, ফলমুল সংগ্রহ ইত্যাদির মাধ্যমে জীবনধারণ করেছে। পাথরের অস্ত্রের মাধ্যমে হিংস্র জানােয়ারের কবল থেকে রক্ষা পাবার প্রয়াস পেয়েছে। প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ের সন্ধান পেয়েছে মানুষ এ যুগেই।
আমেরিকার পুরোপলীয় সংস্কৃতি
মানুষ যখন এশিয়া থেকে আমেরিকায় প্রথম প্রবেশ করেছিল তখন তারা সেখানে পুরোপলীয় (অর্থাৎ পুরান পাথর যুগের) শিকারি সংস্কৃতিই বহন করে নিয়ে গিয়েছিল। কারণ পুরাতন পৃথিবী তথা ইউরেশিয়া ও আফ্রিকা মহাদেশে তখন একমাত্র পুরোপলীয় সংস্কৃতিরই বিকাশ ঘটেছিল।
পৃথিবীর কোথাও তখন পর্যন্ত নবোপলীয় কৃষি-সংস্কৃতির আবির্ভাবই ঘটেনি। আমেরিকায় প্রথম আগমনকারী আদিম মানুষরা তাই সেখানে শিকারি সংস্কৃতিরই বিস্তারসাধন করেছে। এদের বংশধররা ক্রমে ক্রমে সমস্ত উত্তর ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়েছিল।
এদের মাধ্যমে তাই উত্তর ও দক্ষিণ আমেরিকায় শিকারি মানবসমাজের প্রসার ঘটেছিল। উত্তর আমেরিকার উত্তর প্রান্তের এস্কিমো এবং দক্ষিণ আমেরিকার মাপুচি উপজাতি প্রভৃতি হল এ শিকারি মানবসমাজের দৃষ্টান্ত।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ফলসম্ নামক স্থানে প্রায় দশ হাজার বছর পুরানো যে শিকারি সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে তা বিশেষ উল্লেখযোগ্য। এ সংস্কৃতি ফল্সম্ সংস্কৃতি নামে বিখ্যাত হয়েছে। ফল্সম্ শিকারিরা বাইসন শিকার করত।
আরও দেখুন :