Site icon Anthropology Gurukul [ নৃবিজ্ঞান গুরুকুল ] GOLN

মায়া, আজটেক, ইনকা সভ্যতার উৎপত্তি প্রসঙ্গে

মায়া, আজটেক, ইনকা সভ্যতার উৎপত্তি প্রসঙ্গে

আজকে আমাদের আলোচনার বিষয় মায়া, আজটেক, ইনকা সভ্যতার উৎপত্তি প্রসঙ্গে

মায়া, আজটেক, ইনকা সভ্যতার উৎপত্তি প্রসঙ্গে

 

 

মায়া, আজটেক, ইনকা সভ্যতার উৎপত্তি প্রসঙ্গে

আমরা দেখতে পেলাম, আমেরিকা মহাদেশে আপাতদৃষ্টিতে স্বতন্ত্রভাবে মিশর ব্যবিলন প্রভৃতি ব্রোঞ্জযুগের সভ্যতার অনুরূপ কয়েকটা সুউচ্চ সভ্যতা উদিত হয়েছিল। আমেরিকা মহাদেশে এ ধরনের অত্যুচ্চ সভ্যতার উৎপত্তি সম্পর্কে পণ্ডিতদের মধ্যে দুই ধরনের মত প্রচলিত রয়েছে। কারও কারও মতে, আমেরিকাতে এ সকল সভ্যতার উদয় স্বতন্ত্রভাবে ঘটেছিল।

আবার কোনো কোনো পণ্ডিত মনে করেন যে, পুরাতন পৃথিবীর ব্রোঞ্জযুগের সভ্যতার প্রভাবেই আমেরিকাতে মায়া, আজটেক ও ইনকা সভ্যতার উদয় ঘটেছিল। এ প্রসঙ্গে উল্লেখ করা চলে যে, পশ্চিম এশিয়া ও মিশরের প্রাচীন সভ্যতার সাথে আমেরিকার প্রাচীন সভ্যতাসমূহের কিছু কিছু সম্ভাব্য যোগসূত্রের সন্ধান পাওয়া গেছে। যেমন, ইন্‌কা রাজ্যের নানা স্থানে মিশরের মতো মৃতদেহ থেকে মমি তৈরি করা হত।

আবার, মায়া আজটেক সভ্যতায় চাকাওয়ালা গাড়ি বা কুমোরের চাকের ব্যবহার ছিল না, কিন্তু মেক্সিকোর কোনো কোনো কবরের মধ্যে চাকাওয়ালা খেলনাগাড়ি পাওয়া গেছে। সমাজে চাকাওয়ালা গাড়ির প্রচলন না থাকা সত্ত্বেও করবের মধ্যে চাকাওয়ালা খেলনাগাড়ির উপস্থিতি খুবই আশ্চর্যের। অনুমান করা চলে, প্রাচীন কোনো সভ্যতার অনুকরণে এ খেলনা নির্মিত হয়েছিল। এ সকল নিদর্শন ছাড়াও আরেকটা হিসাব আছে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রাচীন মিশর ও ব্যবিলনীয় সভ্যতার উদয় ঘটেছিল ব্যাপকসংখ্যক মানুষের সুদীর্ঘকালের কর্মপ্রচেষ্টার পটভূমিতে। অপরপক্ষে আমেরিকাতে স্বল্পকালের মধ্যে এবং স্বল্প পরিসরের মধ্যে এত উচ্চ সভ্যতার উদয় ঘটা সত্যিই বিস্ময়কর ব্যাপার। যেমন, ব্যবিলনে ব্যবসা-বাণিজ্যের এত ব্যাপক প্রসার ঘটেছিল যে তার হিসাব রাখার প্রয়োজন থেকে গণিতের উন্নতি এবং অঙ্কপাতন পদ্ধতির আবিষ্কারকে কোনো আশ্চর্য বিষয় বলে মনে হয় না।

ব্যবিলনীয়রা ৬০-ভিত্তিক গণনাপদ্ধতি এবং শূন্যের অর্থবোধক একটা চিহ্ন আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। অথচ, মায়াদের ব্যবসা-বাণিজ্য বা অন্যান্য সামাজিক কার্যকলাপ খুব ব্যাপক না হওয়া সত্ত্বেও তারা অতি সহজে ২০-ভিত্তিক গণনাপদ্ধতি এবং শূন্যের আবিষ্কার সাধন করল এটা অতি আশ্চর্যের ব্যাপার।

 

 

তাই এটা খুব অসম্ভব নাও হতে পারে যে, এশিয়া থেকেই ব্রোঞ্জ যুগের সভ্যতার বীজ আমেরিকাতে গিয়েছিল। তবে এ বিষয়ে এখনও নিঃসংশয়ে কিছু বলা চলে না।

আরও দেখুন :

Exit mobile version