Site icon Anthropology Gurukul [ নৃবিজ্ঞান গুরুকুল ] GOLN

এটুঙ্কানদের সভ্যতা

আজকে আমাদের আলোচনার বিষয় এটুঙ্কানদের সভ্যতা। রােমের আদি অধিবাসিগণ এটুস্কান নামে পরিচিত ছিল। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে আড্রিয়াটিক সাগর । আড্রিয়াটিক সাগর তীরে ইতালির উত্তর-পূর্ব অংশে গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্রবন্দর এড্রিয়া । ইতালির পশ্চিমাংশেও ভূমধ্যসাগর অবস্থিত। সাগরের এ অংশকে প্রাচীনকালে বলা হতো এটুস্কান সাগর। কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কৃষিনির্ভর দেশ। ফলে রোমের আদি অধিবাসীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয় ছিল । যে কারণে এসব সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হতে থাকে । রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নানা উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয় ।

এটুঙ্কানদের সভ্যতা

 

 

এটুঙ্কানদের সভ্যতা

রোমের প্রাচীন ইতিহাসে এস্কানদের এক বিশিষ্ট স্থান রয়েছে। বস্তুত খ্রিস্টপূর্ব সপ্তম ও ষষ্ঠ শতাব্দীতে এস্কানরা প্রায় সমগ্র ইটালি উপদ্বীপে অধিকার বিস্তার করেছিল। এখন পর্যন্ত ইটালীতে এস্কানদের শহর, দুর্গ, প্রাসাদ ও সমাধির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এস্কানরা মূলত ছিল কৃষিজীবী। তবে এটুস্কান কারিগররা ধাতু, হাতীর দাঁত ও সোনা দিয়ে সুন্দর সুন্দর সামগ্রী তৈরির কাজে বিশেষ দক্ষ ছিল।

এটুস্কানরা গ্রীক, মিশরীয় ও অন্যান্য জাতির সাথে জলপথে বাণিজ্য করত। সে যুগে বণিক নাবিকরা সচরাচর জলদস্যুতার কাজেও লিপ্ত হত এবং এটুস্কান জলদস্যুদের সকলে ভয় করে চলত। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এস্কানদের শাসনব্যবস্থা ছিল রাজতন্ত্র ভিত্তিক। অভিজাত শ্রেণীর সহযোগিতায় রাজা শাসন পরিচালনা করতেন। জনসাধারণের ব্যাপক অংশই ছিল দাস ও ভূমিদাস।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এ সময় ইটালিতে বারটি এট্টুস্কান নগর এক জোট গঠন করেছিল। এ সময়ের আগেই রোম নগরী প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তা ছিল এস্কানদের অধীন। খ্রিষ্টপূর্ব সপ্তম ও ষষ্ঠ শতাব্দীতে রোমে এক এটুস্কান রাজবংশ রাজত্ব করত। এ সময় রোমের নাগরিকদের মধ্যে বহুসংখ্যক এটুস্কান কারিগর প্রভৃতি ছিল এবং রোমের সামাজিক ও পারিবারিক জীবনে বহু পরিমাণে এটুস্কান আচার ও রীতিনীতি প্রচলিত ছিল।

কালক্রমে এটুস্কানদের ক্ষমতা কমে আগে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এস্কান শহরগুলির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। দক্ষিণ ইটালিতে গ্রীকদের সাথে বিবাদেও এস্কানরা পরাজিত হয়। শেষ পর্যন্ত রোমের নেতৃত্বে ইটালীয় জাতিসমূহের এক অভ্যুত্থানের ফলে ইটালীতে এস্কানদের ক্ষমতার অবসান ঘটে।

 

 

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে বহুসংখ্যক এটুস্কান প্রস্তরলিপি পাওয়া গেছে, কিন্তু তাদের পাঠোদ্ধার সম্ভব হয়নি। তাই এটুস্কানদের সম্পর্কে অনেক তথ্য এখনও অজানা রয়ে গেছে।

আরও দেখুন :

Exit mobile version