Site icon Anthropology Gurukul [ নৃবিজ্ঞান গুরুকুল ] GOLN

রোমের গ্রহযুদ্ধ মারিয়াস ও সুলা

রোমের গ্রহযুদ্ধ মারিয়াস ও সুলা

আজকে আমাদের আলোচনার বিষয় রোমের গ্রহযুদ্ধ মারিয়াস ও সুলা

রোমের গ্রহযুদ্ধ মারিয়াস ও সুলা

 

 

রোমের গ্রহযুদ্ধ মারিয়াস ও সুলা

এতদসত্ত্বেও রোমের গণতান্ত্রিক কাঠামোকে টিকিয়ে রাখা সম্ভব হত, যদি রোম তার সাম্রাজ্যবাদী নীতি পরিত্যাগ করত। কিন্তু রোমান সাম্রাজ্যের বিস্তৃত পরিধি তাকে অনবরত প্রতিবেশী দেশগুলির সাথে সংঘর্ষে লিপ্ত হতে বাধ্য করেছিল। খ্রিস্টপূর্ব ১১১ অব্দে উত্তর আফ্রিকার মিডিয়া রাজ্যের রাজা জুগার্থার বিরুদ্ধে রোম যুদ্ধে লিপ্ত হল।

এর পরপরই আক্রমণকারী গলদের বিরুদ্ধে এবং এশিয়া মাইনরে রোমের কুশাসনের বিরুদ্ধে অভিযোগের সুযোগ নিয়ে অগ্রসররত পন্টাস রাজ্যের মিথ্রিডেটিস-এর বিরুদ্ধে রোম অভিযান প্রেরণ করে। এ সব যুদ্ধে জয়লাভকারী সামরিক নেতৃবর্গ একা একটি রাজনৈতিক দলের অধিকর্তারূপে রোমে আবির্ভূত হন।

সামরিক নেতৃবৃন্দের মধ্যে সর্বাগ্রগণ্য ছিলেন মারিয়াস যিনি শুধু জুগার্থার বিরুদ্ধে জয়ী হননি, উত্তরের বর্বর জাতি কিম্ব্রি ও টিউটনদের সম্ভাব্য আক্রমণের হাত থেকেও রোমকে রক্ষা করেন। এ কারণেই তিনি বিপুল জনপ্রিয় হন এবং পরপর ছয় বার রোমের কন্সালপদে নিযুক্ত হন। কন্সাল নিযুক্ত হওয়ার পরে মারিয়াস রোমের সৈন্যবাহিনীতে ব্যাপক পরিবর্তন সাধন করেন। এতদিন পর্যন্ত সম্পদশালী লোকজনই শুধুমাত্র সৈন্যবাহিনীতে নিযুক্ত হতে পারত।

মারিয়াস এখন থেকে ভূমিহীন নাগরিকদেরও সৈন্যবাহিনীতে যোগদান করার সুযোগ দান করেন। এর ফলে সৈন্যদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা বহুলাংশে বৃদ্ধি পায় এবং প্রধানত এর সাহায্যেই তিনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। মারিয়াস যে দলের নেতৃত্ব দান করেন তারা ছিল প্রধানত ক্ষুদ্র ব্যবসায়ী, দরিদ্র ও মধ্য কৃষক এবং শ্রমিক ও কারিগর। কিন্তু রাষ্ট্রনায়করূপে মারিয়াস ব্যর্থতার পরিচয় দেন এবং নিজের দলের প্রতি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেন।

মারিয়াস-এর ব্যর্থতা রোমের চরম প্রতিক্রিয়াশীল দলকে শক্তিশালী করে তোলে; তারা ছিল প্রধানত দাসমালিক, বড় বড় ল্যাটিফন্ডিয়ার অধিকর্তা এবং অভিজাত বংশোদ্ভূত। রোমের সিনেটের অধিকাংশই ছিলেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এ দলের নেতৃত্ব দান করেন সামরিক অধিনায়ক সুলা। খ্রিস্টপূর্ব ৮৮ অব্দে সুলা রোমের কন্সাল নিযুক্ত হন এবং রোম এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত হয়। মারিয়াস-এর বিরুদ্ধে গৃহযুদ্ধে সুলা প্রাথমিকভাবে জয়লাভ করেন।

রোমের এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে পন্টাস-এর রাজা মিথ্রিডেটিস নিজেকে এশিয়া মাইনর, ম্যাসিডোনিয়া ও গ্রীসের অধিকর্তারূপে ঘোষণা করেন। পূর্ব দিকে রোমান সাম্রাজ্যের ভিত্তি একেবারে দুর্বল হয়ে পড়ে। মিথ্রিডেটিস-এর বিরুদ্ধে অভিযানের নেতৃত্বের ভার মারিয়াস অথবা সুলা॥ কাকে দেয়া হবে, এ নিয়ে রোমে তীব্র সংঘাতের সূচনা হয়। উভয় পক্ষই সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। মারিয়াস তখন সত্তর বছরের বৃদ্ধ, তাঁর পক্ষে জয়লাভ করা একপ্রকার অসম্ভব বলেই বিবেচিত হয়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্যদিকে সুলা তখন ইতালিতে অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে সসৈন্য তিনি রোমের দিকে অগ্রসর হলেন এবং বিরাট বাহিনী নিয়ে রোমে প্রবেশ করলেন। তাঁকে বাধা দিতে ব্যর্থ হয়ে মারিয়াস পলায়ন করেন। রোমে নিজের শক্তিকে সংগঠিত করে সুলা মিথ্রিডেটিস-এর বিরুদ্ধে অভিযানে অগ্রসর হন এবং তিন বছর ধরে বিভিন্ন যুদ্ধে মিথ্রিডেটিসকে পরাজিত করে তিনি গ্রীস অধিকার করে নেন।

মিথ্রিডেটিস সন্ধি প্রার্থনা করেন এবং সুলাও অনতিবিলম্বে মিথ্রিডেটিস-এর সাথে শান্তিচুক্তি সম্পাদন করেন। কারণ ইতিমধ্যে রোমে তাঁর অনুপস্থিতিতে মারিয়াস-এর দল পুনরায় শক্তিশালী হয়ে ক্ষমতা দখল করে নিয়েছে। মিথ্রিডেটিসের বিরুদ্ধে অভিযান সমাপ্ত করেই সুলা তাঁর সামরিক বাহিনী নিয়ে রোমের দিকে অগ্রসর হলেন। ইতালিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁর সৈন্যবাহিনী বাধাপ্রাপ্ত হল মারিয়াসের সৈন্যদল কর্তৃক। মারিয়াস অবশ্য এর আগেই মারা যান।

শুরু হল পুনরায় গৃহযুদ্ধ। কিন্তু অপেক্ষাকৃত শক্তিশালী সৈন্যদলের সাথে পেরে উঠতে না পারার ফলে মারিয়াসের দল পরাজয় বরণ করে। সুলার অধীনস্থ সৈন্যদল বিপুল বিক্রমে রোমে প্রবেশ করল এবং ইতিহাসে অতুলনীয় নারকীয় হত্যাকাণ্ডের সূচনা করল। সুলা তাঁর বিরুদ্ধাচারীদের একটি তালিকা তৈরি করে তাদের নির্মমভাবে হত্যা করার নির্দেশ দেন এবং হত্যাকারীদের পুরস্কৃত করার সংকল্প ঘোষণা করেন। ইতালি, সিসিলি, স্পেন ও আফ্রিকাতে এভাবে লক্ষ লক্ষ নাগরিককে সুলার শত্রুরূপে চিহ্নিত করে হত্যা করা হল।

রোমের সিনেট সুলার সমস্ত কার্যকলাপকেই অনুমোদন দান করে তাঁকে রোমের একনায়করূপে বহাল করল। প্রতিদানে সুলা দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করে একমাত্র সিনেটকেই সকল ক্ষমতা প্রদান করলেন। সুলার প্রতিষ্ঠিত শাসনতন্ত্র তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিত্যক্ত হয়; কিন্তু সিনেটের পক্ষে সম্বব হল না দেশের উপযোগী আরেকটি শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা। ফলে দেশে সৃষ্টি হল চরম অরাজকতা।

 

 

অন্যদিকে বিপুলসংখ্যক সৈন্যদলের উপস্থিতি এবং তাদের শৃঙ্খলা বিবর্জিত কার্যকলাপ প্রতি মুহূর্তে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সুস্থ রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করছিল। উপরন্তু সুলার দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য সামরিক অধিনায়কবৃন্দের প্রত্যেকেই চেষ্টা করছিলেন যে কোনো উপায়ে ক্ষমতা দখল করে দেশে নিজস্ব সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠিত করতে। ফলে রোম আরেকবার গৃহযুদ্ধে ব্যাপৃত হয়ে পড়ল।

আরও দেখুন :

Exit mobile version