Site icon Anthropology Gurukul [ নৃবিজ্ঞান গুরুকুল ] GOLN

ঐতিহাসিক দাসবিদ্রোহ

ঐতিহাসিক দাসবিদ্রোহ

আজকে আমাদের আলোচনার বিষয় ঐতিহাসিক দাসবিদ্রোহ

ঐতিহাসিক দাসবিদ্রোহ

 

 

ঐতিহাসিক দাসবিদ্রোহ

রোমের গৃহযুদ্ধের অবকাশে আরেকটি ঐতিহাসিক ঘটনার প্রস্তুতি চলছিল। তা হল, স্পার্টাকাসের নেতৃত্বে পরিচালিত ইতিহাসের সর্ববৃহৎ দাসবিদ্রোহ। এ বিদ্রোহের প্রথম পরিকল্পনা গ্রহণ করা হয় ক্যাপুয়া শহরে কয়েকজন মল্লযোদ্ধা ক্রীতদাস কর্তৃক। এ ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। কিন্তু প্রায় আশিজন ক্রীতদাস পালিয়ে যেতে সক্ষম হয়। ভিসুভিয়াস পর্বতে তারা শিবির স্থাপন করে এবং স্পার্টাকাসকে তাদের নেতা নির্বাচিত করে।

তিনি ছিলেন নিঃসেন্দেহে একজন অবিসংবাদী নেতা, উপযুক্ত সংগঠক ও সুদক্ষ সামরিক অধিনায়ক। তাঁর জন্মস্থান ছিল থ্রেস্-এ। সেখান থেকে তিনি ক্রীতদাসরূপে রোমে আনীত হন। বন্দীদশা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অপরাধে শাস্তিস্বরূপ তাঁকে গ্লাডিয়েটর বা মল্লযোদ্ধা ক্রীতদাসরূপে নিযুক্ত করা হয়। প্রথম দিকে দাসবিদ্রোহের গুরুত্ব বুঝতে না পারায় রোম এদিকে বিশেষ মনোযোগ দেয়নি।

কিন্তু স্পার্টাকাসের অধীনস্থ দাসবাহিনী দ্রুত বৃদ্ধি পেতে লাগল। তখন বিরাট রোমান সৈন্যদল প্রেরিত হল এ বিদ্রোহ দমনের উদ্দেশ্যে। রোমানবাহিনী ভিসুভিয়াসে ওঠার পথ রুদ্ধ করে দাঁড়াল এবং স্পার্টাকাসের বাহিনীর সরবরাহের পথ বন্ধ করে দিল। এ বিপদে স্পার্টাকাস পরম বুদ্ধিমত্তার পরিচয় দেন। ভিসুভিয়াসের উপরে ছিল আঙুরের বিস্তৃত ক্ষেত।

স্পার্টাকাসের নির্দেশে তাঁর বাহিনী আঙুরের লতা দিয়ে শক্ত দড়ি তৈরি করল এবং তার সাহায্যে গভীর রাত্রির অন্ধকারে পাহাড় থেকে নেমে পড়ল। দলে দলে এভাবে দাসসৈন্যরা ভিসুভিয়াস থেকে অবতরণ করে রোমান সৈন্যদের শিবির অতর্কিতে আক্রমণ করে তাদের সমূলে ধ্বংস করে দিল। স্পার্টাকাস বাহিনীর এ বিজয়ের খবরে উল্লসিত হয়ে সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে ক্রীতদাসরা পালিয়ে এসে তাঁর দলে যোগদান করল।

অচিরেই স্পার্টাকাসের বাহিনী কয়েক হাজারে উন্নীত হল এবং দাসবিদ্রোহ সমগ্র ইতালিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। স্পার্টাকাসের উদ্দেশ্য ছিল ক্রীতদাসদের ইতালি থেকে সরিয়ে নিয়ে প্রত্যেককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া। কিন্তু তাঁর বাহিনীতে বিভিন্ন জাতির সমাবেশ ঘটেছিল : থ্রেসিয়ান, গ্রীক, গল ও জার্মান। এদের সবাইকে একই নীতিতে বিম্বাস করানো বাস্তবিকপক্ষেই ভীষণ কঠিন কাজ ছিল।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এদের মধ্যে কোনো কোনো দল ইতালি পরিত্যাগ না করে সরাসরি রোম আক্রমণের পক্ষপাতী ছিল। কিন্তু স্পার্টাকাস বুঝতে পেরেছিলেন যে, তাঁর বাহিনী রোম আক্রমণ করার মতো অতখানি শক্তিশালী ছিল না। কাজেই এ ব্যাপারে তিনি স্বতন্ত্র মত পোষণ করতেন। তাঁর সাথে ভিন্নমত হওয়ার দরুন দুটি দল তাঁর বাহিনী পরিত্যাগ করে যায়৷ এটা পরবর্তীকালে তাঁর বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। স্পার্টাকাসের সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হল।

তাঁর আগমনের সংবাদে ভীত হয়ে রোমান সিনেট ক্রেসাস-এর অধীনে বিরাট সৈন্যদল সমবেত করল। তারা স্পার্টাকাসের বাহিনীকে বাধা দিতে প্রস্তুত হল। স্পার্টাকাস কিন্তু রোম আক্রমণ না করেই দক্ষিণ দিকে এগিয়ে চললেন। পথিমেধ্যে রোমান বাহিনীর দু’-একটি দলের সাথে খণ্ডযুদ্ধ হয়। তদের পরাজিত করে স্পার্টাকাসবাহিনী শেষ পর্যন্ত ইতালির সর্ব দক্ষিণ-পশ্চিম কোণে এসে উপস্থিত হয়। তাদের উদ্দেশ্যে ছিল সিসিলিতে গমন করা।

কিন্তু জাহাজ যোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কাঠের ভেলায় সমুদ্র পার হওয়ার চেষ্টাও ব্যর্থ হযে যায় প্রচণ্ড ঝড়ের আক্রমণে। ইতিমধ্যে ক্রেসাস-এর বাহিনী উপস্থিত হয়ে তাদের পথ রোধ করে দাঁড়াল। নিরুপায় হয়ে স্পার্টাকাস যুদ্ধে লিপ্ত হলেন রোমান বাহিনীর সাথে। খ্রিস্টপূর্ব ৭১ অব্দে রোমানদের সাথে যুদ্ধে স্পার্টাকাসের ক্রীতদাসবাহিনী শেষ পর্যন্ত পরাজিত হয়।  স্পার্টাকাস শেষ মুহূর্ত পর্যন্ত সাহসিকতার সথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন।

রোমানরা শক্তিশালী হওয়া সত্ত্বেও এ যুদ্ধে তাদের প্রচুর ক্ষতি হয় ইতিমধ্যে পম্পির নেতৃত্বে রোমানদের আরেকটি বাহিনী বলকান উপদ্বীপ থেকে এসে পৌঁছায়। তারা মৃতপ্রায়, আহত ক্রীতদাসদের ধরে ধরে ক্রুশে বিদ্ধ করে ঝুলিয়ে রাখে। বিদ্রোহের অগ্নি যেখানে প্রথম প্রজ্জ্বলিত হয়, সেই কাপুয়া শহর থেকে রোম পর্যন্ত বিস্তৃত রাস্তার দু ধারে খুঁটি পুঁতে এভাবে প্রায় ছয় হাজার ক্রীতদাসকে ঝুলিয়ে দেয়া হল বিভীষিকা সৃষ্টির জন্য। যাতে ভবিষ্যতে আর কখনও দাসবিদ্রোহ না ঘটে।

 

 

কিন্তু এত করেও রোম তার সংকটকে এড়াতে পারল না। যে সংকটের বীজ রোম নিজে বপন করেছিল ক্রীতদাসপ্রথাকে টিকিয়ে রেখে, তা শেষ পর্যন্ত তার নিজেরই পতন ডেকে এনেছিল।

আরও দেখুন :

Exit mobile version