আজকে আমাদের আলোচনার বিষয় প্রেজাতান্ত্রিক রোম : প্রথম পর্যায়
প্রেজাতান্ত্রিক রোম : প্রথম পর্যায়
প্রেজাতান্ত্রিক রোম : প্রথম পর্যায়
রোমে ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে রাজতন্ত্র উচ্ছেদ করে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তাতে রাষ্ট্রক্ষমতা অবশ্য অভিজাত সম্প্রদায়ের কুক্ষিগত ছিল এবং প্রজাতান্ত্রিক যুগে দাসভিত্তিক অর্থনৈতিক সম্পর্ক রোমে দ্রুত বিকাশ লাভ করে এবং ক্রমে দাসশ্রম রোমের অর্থনৈতিক উৎপাদনের ভিত্তি হয়ে দাঁড়ায়।
রোমক রাষ্ট্রশক্তির বিকাশের প্রাথমিক পর্যায়েই সেখানে উন্নত দাস-অর্থনীতির প্রসারের কারণ হল বাহিরিক প্রভাব ।সিসিলিতে ফিনিশীয় তথা কার্থেজীয়দের এবং দক্ষিণ ইটালীতে গ্রীকদের উপনিবেশ ছিল এবং এদের মধ্যে দাসভিত্তিক ব্যবস্থা যথেষ্ট অগ্রসর হয়েছিল। ইটালীয় উপদ্বীপের উত্তরাংশে এটুস্কানদের দাসভিত্তিক ব্যবস্থাও পরিণত রূপ লাভ করেছিল। এ সকলের প্রভাবেই রোমে অতি দ্রুত উচ্চতর দাসব্যবস্থা প্রসার লাভ করেছিল। তবে রোমের ইতিহাসের একেবারে শুরুতে সেখানে দাসের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
রাজতন্ত্র উৎখাতের পর রোমের মানুষরা শাসনব্যবস্থার সংস্কার করে। রাজার পরিবর্তে দুজন সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন শাসক সিনেট কর্তৃক নির্বাচিত হতেন, এঁদের বলা হত কন্সাল। উভয় কন্সালই সমান ক্ষমতাসম্পন্ন ছিলেন এবং জরুরি অবস্থায় এঁদের একজন সর্বময় ক্ষমতা লাভ করতেন, তাঁকে তখন বলা হত ডিক্টেটর। রোম প্রজাতন্ত্রে মূল ক্ষমতার আধার ছিল সিনেট, তিনশত গোত্রপ্রধান ছাড়াও সাবেক কন্সালগণ ও অন্যান্য পদস্থ কর্মচারীরা সিনেটের অন্তর্ভুক্ত ছিলেন।
সিনেটের প্রধান কাজ ছিল প্রতিবছর দুজন করে কন্সাল নির্বাচিত করা; গণসভা কর্তৃক গৃহীত সকল প্রস্তাব ও আইন পরীক্ষা করে তা অনুমোদন অথবা নাকচ করা এবং ভিন্ন রাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তি অনুমোদন করা; রাষ্ট্রীয় সম্পত্তি ও বাজেট নিয়ন্ত্রণ করা।
রোমে গণসভার প্রাথমিক রূপ ছিল কিউরিয়াসমূহের সভা (comitia Curiata)। রোমের সকল নাগরিকদের নিয়ে এটা গঠিত হত।
এ গণসভার কাজ ছিল রাষ্ট্রের আইন প্রণয়ন করা, কন্সালদের নির্বাচন অনুমোদন করা, যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া। সার্ভিয়াস টুলিয়াসের পূর্ববর্ণিত সংস্কারের ফলে যে নতুন সেন্টুরিয়া-সভা( Comita Centuriata) গঠিত হয় কালক্রমে সেটাই কিউরিয়াগুলির সভার সকল ক্ষমতার অধিকারী হয়। এছাড়া সেন্টুরিয়া সভায় সকল উচ্চ কর্মচারীদেরও নির্বাচিত করা হত।
আপাতদৃষ্টিতে গণসভা হলেও সেন্টুরিয়া সভাকে উচ্চশ্রেণীগুলি কৌশলে নিয়ন্ত্রণ করতে পারত। সেন্টুরিয়াগুলির নতুন সভায় নাগরিকরা সৈন্যদের কায়দায় সংঘবদ্ধ হত একশ লোকের এক একটি বাহিনীতে (সেন্টুরিয়া বা শত জন ); এবং প্রত্যেক সেন্টুরিয়ার একটি করে ভোট থাকত।
কিন্তু ইতিপূর্বে বর্ণিত প্রথম শ্রেণীর ছিল ৮০টি সেন্টুরিয়া, দ্বিতীয় শ্রেণীর ২২টি, তৃতীয় শ্রেণীর ২০টি, চতুর্থ শ্রেণীর ২২টি, পঞ্চম শ্রেণীর ৩০টি, ষষ্ঠ বা প্রলেটারিয়েট শ্রেণীর ছিল শুধু শোভনতার জন্য একটিমাত্র সেন্টুরিয়া। এ ছাড়া সর্বাপেক্ষা ধনীদের নিয়ে ১৮টি সেন্টুরিয়া গঠন করা হত। সব মিলিয়ে ছিল ১৯৩ টি সেন্টুরিয়া।
সংখ্যাধিক্যের জন্য প্রয়োজন ছিল ৯৭টি ভোটের এবং কেবল প্রথম শ্রেণী ও ধনী অশ্বারোহীদের মিলিয়েই হত ৯৮ ভোট, ফলে এরা একমত হলেই অন্য শ্রেণীর মত ছাড়াই এরা বৈধ সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। ফলত, শুধু অভিজাত শ্রেণীর লোকেরাই সিনেট সদস্য, কন্সাল ইত্যাদি হতে পারতেন।
আরও দেখুন :