Site icon Anthropology Gurukul [ নৃবিজ্ঞান গুরুকুল ] GOLN

রোমের আদি ইতিহাস : রাজতন্ত্র

রোমের আদি ইতিহাস : রাজতন্ত্র

আজকে আমাদের আলোচনার বিষয় রোমের আদি ইতিহাস : রাজতন্ত্র

রোমের আদি ইতিহাস : রাজতন্ত্র

 

 

রোমের আদি ইতিহাস : রাজতন্ত্র

টাইবার নদীর বাম তীরে মোহনা থেকে ১৫ মাইল অভ্যন্তরে, প্রাচীন রোমক ঐতিহাসিকগণের মতে ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে, রোম নগরী স্থাপিত হয়েছিল। তবে এ তারিখ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা কঠিন । লোকশ্রুতি অনুসারে নির্বাসিত দুই রাজপুত্র রোমুলাস এবং রেমাস সিংহাসন পুনরাধিকার করে রোম নগরী নির্মাণ করেন; রোমুলাস-এর নাম অনুসারেই রোম নগরীর নামকরণ হয়।

প্রথম পর্যায়ে রোমে রাজতন্ত্র প্রচলিত ছিল। রোমুলাস-এর পর ছয়জন রাজা রাজত্ব করেন, এঁদের মধ্যে শেষ তিনজন এটুস্কান বংশীয়। এঁদের শাসনকালে রোম এক বৃহৎ ও সমৃদ্ধ নগরে পরিণত হয় এবং ল্যাটিয়ামের অন্যান্য নগররাষ্ট্র রোমের কর্তৃত্বাধীনে চলে আসে।
রোমের রাজতন্ত্র অবশ্য একেবারে নিরঙ্কুশ ছিল না।

রোমের রাজতন্ত্রের শাসনব্যবস্থায় গণসভা ও সিনেট-এর স্থান ছিল। রাজ্যের সকল প্রাপ্তবয়স্ক পুরুষদের নিয়ে গণসভা গঠিত হত এবং এর মূল দায়িত্ব ছিল কার্যত আইন ও ফর্মান অনুমোদন করা। সিনেট বা প্রধানদের পরিষদ গঠিত হত ক্ল্যান বা গোত্রসমূহের প্রধানদের নিয়ে। রাজা কর্তৃক প্রস্তাবিত আইন বা ফর্মান পরীক্ষা করে দেখার, এমনকি নাকচ করার অধিকার ছিল এ পরিষদের।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রোমের সবশেষের আগের রাজা সার্ভিয়াস টুলিয়াস এক সামাজিক সংস্কার সাধনের জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন। তিনি রোমের জনগণকে চারটি জেলা বা গোষ্ঠীতে ভাগ করেন। এ ছাড়া জনসাধারণকে সম্পত্তি ও আয় অনুযায়ী পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়। দরিদ্রতম নাগরিক এ শ্রেণী বিভাগের বাইরে ছিল এবং তাদের বলা হত প্রলেটারিয়েট বা সর্বহারা। ইতিপূর্বে রোমের জনগণ তিনটি গোষ্ঠী বা ট্রাইবে বিভক্ত ছিল।

প্রতিটি ট্রাইব দশটি করে কিউরিয়ায় এবং প্রতিটি কিউরিয়া একাধিক ক্ল্যান বা গোত্রে বিভক্ত ছিল।, আর প্রতিটি ক্ল্যান গঠিত হত একাধিক পরিবার নিয়ে। এ পরিবার ও পরিবারকর্তা রোমের সমাজজীবনে এক বিশিষ্ট স্থান অধিকার করেছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগে রোমে-রাজতন্ত্র উৎখাত করে এক অভিজাত প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।

 

 

বিদেশী এটুস্কান শাসনের বিরুদ্ধে ব্যাপক গণ অসন্তোষ এ রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অনুমান করা হয়ে থাকে।

আরও দেখুন :

Exit mobile version