আজকে আমাদের আলোচনার বিষয় রোমের সামরিক অভিযান
রোমের সামরিক অভিযান
রোমের সামরিক অভিযান
খৃষ্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে রোমের রাজ্যবিস্তার শুরু হয়। পঞ্চম শতাব্দীতে রোম তার প্রতিবেশী ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। ভলসি ও একুই নামক দুটি জাতিকে পরাজিত করার পর টাইবার নদীর দক্ষিণ তীরস্থ ভূভাগ রোমের করতলগত হয়। এগুলি রোমের প্রথম সফল অভিযান। কিন্তু খ্রিঃ পূঃ চতুর্থ শতাব্দীতে রোম এক মারাত্মক বিপদের সম্মুখীন হয়। উত্তর ইটালির পথে অগ্রসর হয়ে গল জাতি ৩৯০ খ্রিস্টপূর্বাব্দে রোমের উপর আক্রমণ চালায়।
আলিয়া নদীর তীরে রোমক বাহিনী গলদের হাতে নিদারুণভাবে পরাজিত হয় এবং গলবাহিনী রোম দখল করে নেয়। ব্যাপকভাবে রোম শহরে লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ চালানোর পরে গলবাহিনী আবার উত্তর দিকে ফিরে যায়। রোমক সৈন্যরা শুধুমাত্র রোম নগরীর ক্যাপিটল হিল নামক অংশটুকু গলদের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়। গলদের প্রত্যাবর্তনের পরে নতুন করে রোম শহরটিকে পুননির্মাণ করা হয়।
রোমের এই আপাতদুর্যোগের সুযোগ নিয়ে তার পূর্বতন শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে খ্রিঃ পূঃ চতুর্থ শতাব্দীতে রোমকে ভলসি, এট্টুস্কান, স্যামনাইটদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয়। স্যামনাইটদের বিরুদ্ধে রোমকে তিনতিনবার যুদ্ধে লিপ্ত হতে হয় এবং সম্মিলিত ইটালীয় শক্তিগুলিকে তার মোকাবেলা করতে হয়। দীর্ঘদিনব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে রোম এ সকল শত্রুদের পরাজিত করে মধ্য ইটালির সমগ্র অঞ্চল অধিকার করে নেয়।
খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে রোম ইটালির বাকি অংশটুকু অধিকার করতে অগ্রসর হয়। কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র শহর রোমের আধিপত্য মেনে নিলেও দক্ষিণের একটি বড় নগর ট্যারেন্টাম রোমের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ট্যারেন্টামের অধিবাসীরা উত্তর-পশ্চিম গ্রীসের অন্তর্গত এপিরাস-রাজ্যের রাজা পিরাস-এর কাছে সাহায্য প্রার্থনা করে। গ্রীকবীর আলেকজাণ্ডারের বংশধর পিরাস-এর ইচ্ছা ছিল আলেকজাণ্ডারের মতোই একটি বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হওয়া।
ট্যারেন্টাম-এর অধিবাসীদের সাহয্যের আবেদনে সাড়া দিয়ে পিরাস রোমের দিকে তাঁর সামরিক বাহিনী নিয়ে অগ্রসর হন। ২৮০ খ্রিস্টপূর্বাব্দে পিরাস-এর বাহিনী ইটালিতে উপস্থিত হয় এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে। আরও উত্তরে অগ্রসর হয়ে আসকুলাম নামক স্থানে তারা রোমানদের দ্বিতীয়বার পরাজিত করে। কিন্তু পিয়াস-এর বহিনী এ যুদ্ধে এত বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় যে পিরাস নাকি বলেছিলেন, ‘আরেকটি যুদ্ধে যদি আমি এভাবে জয়লাভ করি তাহলে আমি নিশ্চিহ্ন হয়ে যাব।’
রোমান যোদ্ধা। (বাঁয়ে) প্রধান সেনাপতি, (মধ্যে) সেনাপতি, (ডানে) সাধারণ যোদ্ধা।
এ যুদ্ধের পর পিরাস তাঁর অবশিষ্ট সৈন্যদের নিয়ে সিসিলিতে উপস্থিত হন; কিন্তু বিপুল চেষ্টার পরেও তিনি সিসিলি অধিকার করে নিতে ব্যর্থ হন। ২৭৫ খ্রিস্টপূর্বাব্দে তিনি আবার ইটালিতে ফিরে আসেন এবং বেনভেন্টাম নামক স্থানে শেষবারের মতো রোমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে পিরাস পরাজিত হন এবং ইটালি পরিত্যাগ করে চলে যান।
দুই বছর পরে ট্যারেন্টাম রোমের কাছে আত্মসমর্পণ করে। ক্রমে ক্রমে রোম দক্ষিণ ইটালির বাকি শহরগুলি দখল করে নেয়। এর ফলে রোম পো নদীর উপত্যকা ব্যতীত সমগ্র ইতালীয় উপদ্বীপের অধীশ্বর হয় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সর্ববৃহৎ শক্তিরূপে আবির্ভূত হয়।
আরও দেখুন :