আজকে আমাদের আলোচনার বিষয় হান রাজবংশ। হান সাম্রাজ্য হচ্ছে চিন সাম্রাজ্যের (খ্ৰীঃপূঃ ২২১–২০৭) পর চীনের ইতিহাসের দ্বিতীয় সামন্ততান্ত্রিক সাম্রাজ্য। চিন সাম্রাজ্যের পরে হানরা প্রায় ৪০০ বছর রাজত্ব করে। এই রাজ্য পরে তিন রাজ্যে (২২০–২৮০ খ্রীঃ) ভেঙ্গে যায়। পূর্ব চীনের সমভুমিতে হানরা রাজত্ব করত। চারশ বছরের এই হান শাসনকাল সময়কে চীনের ইতিহাসে চীনের স্বর্ণযুগ বলা হয়। ঐসময় থেকে বৰ্তমান চীনের অধিকাংশ লোক নিজেদের হান জাতি বলে পরিচয় দেয় এবং চীনা লিপিকে হান অক্ষর বলে থাকে।
এই সাম্রাজ্যের প্ৰতিষ্ঠাতা ছিলেন বিদ্ৰোহী নেতা লিউ বাং। মৃত্যুর পর তিনি হান সম্ৰাট গাউজু হিসেবে পরিচিতি লাভ করেন। মাঝখানে কিছু বছর জিন সাম্রাজ্যের (৯-২৩ সন) আধিপত্য চলছিল যদিও হান সাম্রাজ্য পুনরায় ক্ষমতা দখল করে নেয়। জিন সাম্রাজ্যের কারণে হান সাম্ৰাজ্যকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে- পূর্বাঞ্চলীয় হান বা আদি হান (২০৬ খ্ৰীঃপূঃ–৯ সন) এবং পশ্চিমাঞ্চলিয় হান বা পরবৰ্তী হান (২৫-২২০ চন)।
হান রাজবংশ
হান রাজবংশ
চিন-বংশের পতনের পর চীনে হান রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়। হান সম্রাটরা ২০৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২২০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৪০০ বছর চীনে রাজত্ব করেন। কুষাণ সম্রাটরা হান সম্রাটদের কর দিতেন। কোনো কোনো হান সম্রাট চীনে বৌদ্ধধর্ম প্রচারে উৎসাহ দান করেন। এর ফলে প্রথমে মধ্য এশিয়া থেকে এবং পরে, যিশু খ্রিষ্টের সমকালে, ভারতবর্ষ থেকে চীনে বৌদ্ধধর্ম প্রবেশ করে।
হান আমলে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল। পশ্চিমের বাণিজ্যপথগুলিকে নিরাপদ ও সংরক্ষিত করা হয়েছিল এবং চীনের সাথে মধ্য এশিয়া ও গ্রীক জগতের পণ্যের আদান প্রদান হত। এ যুগে শিল্প সাহিত্যেরও বিকাশ ঘটেছিল। হান রাজবংশের আমলে কয়েকবার বড় বড় কৃষক অভ্যুত্থান ঘটেছিল। এদের মধ্যে ১৮ খ্রিস্টাব্দের একটি এবং ১৮৪ খ্রিস্টাব্দের একটি অভ্যুত্থান বিশেষ গুরুতর আকার ধারণ করেছিল।
এ সকল কৃষক বিদ্রোহ শেষ পর্যন্ত দমিত হয়েছিল। অবশ্য, বিদ্রোহের ফলে কৃষক ও কারিগরদের অবস্থার উন্নতি ঘটেছিল।
তৃতীয় শতাব্দীর শুরুতে হান বংশের পতন ঘটার পর চীনে প্রায় চার শতাব্দীব্যাপী অরাজকতা দেখা দেয়। এ সময় চীনে তিনটি রাজ্যের উদয় ঘটে এবং এ তিনটি রাজ্য পরস্পরের সাথে বিরামহীন যুদ্ধে লিপ্ত থাকে।
তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতেই চীনে সামন্ততন্ত্রের উদয় ঘটতে শুরু করে। চীনে আবার ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে সুই রাজবংশের আমলে (৪৮৯-৬১৮ খ্রিঃ) এবং তারপর তাং রাজবংশের আমলে (৬১৮-৯০৭ খ্রিঃ)। এ কালের ইতিহাস মধ্যযুগের ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে।
আরও দেখুন :